Barak UpdatesHappeningsBreaking News

বড়ো-কাছারি পরিষদে বরাকের রিয়াংদের জন্য দুটি আসন সংরক্ষিত, অসন্তোষ

ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর: বড়ো-কাছারি স্বশাসিত পরিষদে দুটি আসন থাকবে রিয়াংদের জন্য সংরক্ষিত৷ পৃথক অর্থ বরাদ্দ হবে ওই দুই আসনের জন্য৷ রিয়াংরাই ওই অর্থে উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন৷

বরাক উপত্যকার দুই রিয়াং জঙ্গি সংগঠনের সদস্যদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে সোমবার এই কথা ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি৷ তিনি বলেন, “আপনারা এতদিন সরকারকে দোষারোপ করেছেন৷ এখন আপনারাই ছোটখাটো সরকার হয়ে গেলেন৷” তিনি তাঁদের দায়িত্ব নিয়ে কাজ করতে পরামর্শ দেন৷

ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি (ইউডিএলএফবি) এবং ব্রু রেভল্যুশনারি আর্মি অব ইউনিয়ন (ব্রু) —দুই সংগঠনের মোট ১১৭৯ জন ক্যাডার আত্মসমর্পণ করলেন সোমবার৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা এবং পুলিশের অতিরিক্ত ডিজি হীরেনচন্দ্র নাথও বক্তব্য রাখেন৷

অনুষ্ঠান শেষ হতেই ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি (ইউডিএলএফবি)-র সভাপতি ধন্যরাম রিয়াং বলেন, “রিয়াং জনগোষ্ঠীর জন্য পৃথক স্বশাসিত পরিষদ চেয়েছিলাম, আশ্বাসের বাইরে কিছুই মেলেনি৷” একই কথা শোনালেন ব্রু রেভল্যুশনারি আর্মি অব ইউনিয়ন (ব্রু)-র প্রধান রাজেশ চরকি৷

এ দিন বিশ্বজিৎ দৈমারি, পীযূষ হাজরিকা এবং  নাথের হাতে তাঁরা তুলে দেন একে সিরিজের ১৮টি বন্দুক সহ মোট ৩৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ৩৮২ রাউন্ড কার্তুজ৷ ছিল কয়েকটি হ্যান্ড গ্রেনেডও৷
অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা ছাড়াও রিয়াং জনগোষ্ঠীর প্রচুর মানুষ উপস্থিত ছিলেন৷ রিয়াং স্বশাসিত পরিষদ ঘোষণা শোনার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা৷ বক্তৃতা শেষ হতেই এক এনজিওর সচিব নালারাম রিয়াং ক্ষোভ প্রকাশ করে বলেন, “বড়ো-কাছারি পরিষদ রিয়াংদের উন্নতি করবে! অন্যরা আমাদের উন্নতি করলে আমাদের ছেলেদের বন্দুক হাতে তুলে নেওয়ার প্রয়োজন ছিল না৷” তাঁর কথায়, অন্তত পরিষদের নাম বদলে বড়ো-কাছারি-রিয়াং স্বশাসিত পরিষদ করা উচিত ছিল৷

২০০৪ সালে জন্ম ইউডিএলএফবি-র৷ ধন্যরাম প্রতিষ্ঠাতাদের অন্যতম৷ কয়েক বছর পরে‌ সংগঠনে বিরোধ দেখা দিলে রাজেশ চরকি ব্রু গড়েন৷ তবে সরকার ২০১৭ সালে দুই সংগঠনকেই একসঙ্গে সংঘর্ষবিরতিতে সম্মত করায়৷ প্রায় ছয় বছর পর একসঙ্গেই অস্ত্রসমর্পণ করে এরা৷

এর আগে ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর অস্ত্রসমর্পণ করেছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি (ইউএলএফবিভি) নামে এর এক জঙ্গি সংগঠন৷ এর প্রধান পঞ্চুরাম অ্যাপেটো রিয়াং এ দিনের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও গরহাজির থাকেন৷ পরে তিনি বলেন, “আমাদের আত্মসমর্পণের সময় সরকার যে সব শর্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা কার্যকর হওয়ার সময়েই সরকার বদলে যায়৷ বিজেপি ক্ষমতায় এসে আমাদের আর গুরুত্ব দেয়নি৷” ধন্যরাম-চরকির আত্মসমর্পণেও রিয়াংরা কতটা উপকৃত হবে সন্দিহান পঞ্চুরাম৷ তিনিও বলেন, পৃথক পরিষদ ছাড়া বড়ো-কাছারিদের মুখের দিকে তাকিয়ে কোনও লাভ হবে না৷

এখন বিজেপিতে যোগ দেবেন বলে সোজাসুজি জানিয়ে দেন রাজেশ চরকি৷ তাঁর কথায়, পুনর্বাসন প্যাকেজে চার লক্ষ টাকা করে পাবেন ১১৭৯ জঙ্গির সবাই৷ এ ছাড়া, যোগ্যতার নিরিখে চাকরি হবে৷ দৈমারি এ দিন রিয়াং অধ্যুষিত এলাকার দশটি স্কুলকে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করেন৷ জানান, এটি প্রথম কিস্তি৷ সমপরিমাণের আর এক কিস্তি শীঘ্রই প্রদান করা হবে৷ তাঁর কথায়, “বড়ো-কাছারি পরিষদের টাকা আসা শুরু হয়ে গেল৷” মন্ত্রী হাজরিকা আলফাকেও আলোচনায় আসার আহ্বান জানিয়ে বলেন, “সবাই আসুন, অসমকে এগিয়ে নিয়ে যাই৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker