Barak UpdatesHappeningsBreaking News
বড়াইল ভিউতে বিক্ষোভ, দুই ম্যানেজারকে গ্রেফতার
ওয়েটুবরাক ২ জানুয়ারি : বর্ষবরণের রাতে শিলচরের বড়াইলভিউ হোটেলে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয় । বৃহস্পতিবার এই অভিযোগ জানিয়ে একদল জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। হোটেল লক্ষ্য করে ক্ষিপ্ত জনতা পাথর ছুঁড়ে মারে। সে সময় আন্দোলনকারীদের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদের ঠেলা ধাক্কা হয়। পরে বিক্ষুব্ধ জনতা থানায় গিয়ে এজাহারও দেন।
পুলিশ জানিয়েছে, ওই হোটেলের দুই ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে।
অশ্লীল নৃত্যের বিরুদ্ধে আজকের আন্দোলনে মূলত নেতৃত্ব দেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। বজরং দলের মিঠুন নাথ বলেন, এই শহরে এ সব চলতে দেওয়া হবে না। একই সুরে সতর্ক করে দেন পল্লবিতা শর্মা।