Barak UpdatesHappeningsBreaking News
বড়সাঙ্গনে বিশ্ববিদ্যালয়!
ওয়েটুবরাক, ১৬ মার্চ: গুরুচরণ বিশ্ববিদ্যালয় কাছাড় জেলার প্রত্যন্ত এলাকা বড়সাঙ্গনে নির্মিত হতে চলেছে। শিক্ষামন্ত্রী রণোজ পেগু শনিবার ওই এলাকায় গিয়ে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। পরে নিজেই সমাজ মাধ্যমে এই কথা সচিত্র পোস্ট করেন। এর আগে নতুন বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে তেমন চর্চা হয়নি। স্বাভাবিক ভাবেই ছিল না কোনও ঘোষণাও। তবে পেগুর পোস্টের পর অনুমান করা হচ্ছে, শীঘ্রই বড়সাঙ্গনে বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।