Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গায় চক্ষু পরীক্ষা শিবিরে ৪৫ জন ক্যাটারেক্ট রোগী শনাক্ত
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ব্যবস্থাপনায় এবং চৌধুরী আই হসপিটাল ও বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘের সহযোগিতায় এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় l উক্ত শিবিরে মোট ১৮৫ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়৷ তাঁদের মধ্যে থেকে মোট ৪৫ জন ক্যাটারেক্ট রোগী হিসাবে শনাক্ত হন এবং তাদের পর্যায়ক্রমে অপারেশনের ব্যবস্থা করা হয়। ওই শিবিরে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পক্ষ থেকে উপস্থিত মলয় নন্দী ও শিবু দেব, চৌধুরী আই হসপিটালের পক্ষ থেকে ডা. মেনকা দেবী খারীবাম, সুরভী সাহা, আশিস দেবনাথ, দেবজ্যোতি দাস এবং বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, সহসভাপতি সুশান্ত গুপ্ত, সম্পাদক রাহুল দেব, সদস্য উৎপল গুপ্ত, মুন্না চাষা, জগন্নাথ পাশী, মুন্নালাল পাশী, পিঙ্কু আচার্য ও বিশু মালাকার।