Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গায় এবিভিপির রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস
ওয়েটুবরাক, ১১ জুলাই : ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বড়জালেঙ্গা শাখায় পালিত হল রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস।
রীতি অনুযায়ী প্রথমে পরিষদের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বুল্টি দেব, এবিভিপি শাখা সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক বিশ্বদীপ সেন, সত্যেন রায়, পার্থ সেন প্রমুখ। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বুল্টি দেব বলেন, ১৯৪৯ সালের পর থেকে নিরন্তর ভারতের পুনঃনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিদ্যার্থী পরিষদ৷ সেজন্য তিনি পরিষদের সকল কার্যকর্তাদের ধন্যবাদ জানান৷ পার্থ সেন বলেন, ভারতে বিভিন্ন সময় অসংখ্য ছাত্র সংগঠন কাজ করেছে, কিন্তু বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের মত নিষ্ঠা সহ কাজ আর কেউ করতে পারেনি৷ তাই আজ বিদ্যার্থী পরিষদ বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করেছে। করোনা মহামারীর সময় নিরলস কাজ করে যাওয়ার জন্য সকলেই পরিষদের প্রশংসা করেন।
মুখ্য বক্তা ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর-পূর্ব পরিষদ সদস্য তারাশঙ্কর গোস্বামী। তিনি পরিষদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কাটিয়ে আসা বিভিন্ন সংকটপূর্ণ মুহূর্তের ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বড়জালেঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়৷ রাজ্যের অন্যান্য জায়গার মতো এখানেও বিগত প্রায় চার মাস থেকে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনার প্রতিষেধক প্রদানে কাজ করছেন।
অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সক্রিয় ছিলেন যুব মোর্চা বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি সুজিত দাস, সুইটি দেব, সুচরিতা রায়, অঙ্কুশ দেব, বিশাল মিশ্র, প্রীতম চন্দ প্রমুখ৷