NE UpdatesHappeningsBreaking News
বজালি কাণ্ডে ডিএসপি পুষ্কল গগৈকে গ্রেফতার করল সিআইডি
গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর : অবশেষে গ্রেফতার হলেন বজালির ডিএসপি পুষ্কল গগৈ। তিন দিন ধরে জেরার পর সিআইডি গ্রেফতার করে বিতর্কিত এই পুলিশ কর্তাকে। বজালির সুপারি মাফিয়ার কাছে অর্থ দাবির অভিযোগে গ্রেফতার করা হয়েছে গগৈকে। সোমবার ভোরে এই পুলিশ কর্তাকে গ্রেফতার করা হয়।
এ দিকে, রবিবার রাতে পুলিশ সুপার সিদ্ধার্থ বুড়াগোহাই ও গাড়ি চালক দ্বীপজয় কলিতাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অভিযান চালায় সিআইডি। অভিযানে অর্থের পাশাপাশি নথিপত্র বাজেয়াপ্ত করে অভিযানকারী দলটি। তবে উদ্ধার হওয়া এই নথিপত্র থেকে পুলিশ কিছু বিশেষ তথ্য পেয়েছে কি না তা স্পষ্ট করেনি সিআইডি।
এ দিকে গ্রেফতার হওয়ার পর জেরার সময় দালাল কিশোর বরুয়া মুখ খুলেছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, বজালি কাণ্ডে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারকে জেরা করা হচ্ছে। এসপি জড়িত থাকার প্রমাণ পেলে সিআইডি তাঁকেও গ্রেফতার করবে। তিনি স্পষ্ট করে দেন, এসপি, ডিএসপি বলে কোনও প্রক্রিয়া থমকে থাকবে না। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাকেই গ্রেফতার করা হবে।