NE UpdatesHappeningsBreaking News

বজালি কাণ্ডে আটক গায়ত্রীর অর্ডারলি, রাঁধুনিও

ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : বজালি জেলায় সুপারি ব্যবসায়ীর কাছে বিশাল অঙ্কের উৎকোচ আদায়ের লক্ষ্যে নানাভাবে হেনস্তার অভিযোগে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ওসি-আইসির পর বৃহস্পতিবার  ধরে আনা হয় অর্ডারলি এবং রাঁধুনিকেও৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সামসিং ইংলেং এবং লক্ষ্য অধিকারী৷ সামসিং ধৃত এএসপি গায়ত্রী সোনোয়ালের রাঁধুনি ছিলেন৷ লক্ষ্য তাঁর অর্ডারলি হিসাবে কাজ করতেন৷ তারা গাড়িতে চেপে ডিফুতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ সিআইডি ডবকায় গাড়ি থামিয়ে দুইজনকে আটক করে৷ শুক্রবার সকালে তাদের গুয়াহাটিতে সিআইডি সদর দফতরে নিয়ে যায়৷

Rananuj

এ দিকে, তৎকালীন এসপি সিদ্ধার্থ বুঢ়াগোঁহাইর যে সুটকেস বাজেয়াপ্ত করা হয়েছিল আদালতের নির্দেশে সেগুলি খুলে গণনা করে ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়৷  সুটকেসটি সিদ্ধার্থর গাড়িচালকের বাড়িতে পাওয়া গিয়েছিল৷

বজালি কাণ্ডে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ জেরার পরে অর্ডারলি এবং রাঁধুনিকে এ দিনই গ্রেফতারের সম্ভাবনা রয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker