NE UpdatesHappeningsBreaking News
বজালিতে অর্থদাবি : এএসপি গায়ত্রী সোনোয়াল গ্রেফতার, ধৃত তার স্বামীও
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : সুপারি মাফিয়া রবিউল ইসলামের কাছে নিয়মিত অর্থ আদায় করছিলেন বজালির পুলিশ কর্তারা৷ বিভিন্ন দামী বিলাসী সামগ্রীর জন্যও নিয়মিত চাপ দিচ্ছিলেন৷ শেষে তাঁর কাছ থেকে পাঁচ কোটি টাকা সংগ্রহের ছক কষে তা বাস্তবায়িত করতে গিয়ে সিআইডির জালে জড়ালেন এক ঝাঁক পুলিশ কর্তা৷ শনিবার গ্রেফতার করা হয় বজালির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী সোনোয়াল ও তাঁর ব্যবসায়ী স্বামী ববি সিংহকে৷ তাঁর জেরার পর রবিবার সিআইডি দল ধরে আনে কিশোর বরুয়া নামে এক পাতিনেতাকে৷ সিআইডি দফতরে তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ একবার ঘুরে গিয়েছেন রাজ্যের পুলিশপ্রধান জিপি সিংহও৷
রবিউল ইসলাম অভিযোগ করেছিলেন, ৫ কোটি টাকার জন্য পুলিশকর্তারা নানাভাবে তাঁকে হয়রানি করে চলেছে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্রুত তদন্ততের নির্দেশ দেন৷ সিআইডিকে সে জন্য দায়িত্ব প্রদান করা হয়৷ এ পর্যন্ত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের মধ্যে রয়েছেন ডিএসপি পূষ্পল গগৈ, পাটাচরকুচি থানার ওসি অনুপজ্যোতি পাতারি, ভবানীপুর আউটপোস্টের ইনচার্জ দেবজিৎ গিরি, এএসআই শশাঙ্ক দাস, গায়ত্রী সোনোয়ালের ব্যক্তিগত দেহরক্ষী ইনজামুল হাসান এবং দুই গাড়িচালক দীপজয় রায় ও নবির আহমেদ৷