Barak UpdatesIndia & World UpdatesHappenings
বঙ্গভবন ঘুরে দেখলেন ড. ইউনুস
২৫ জানুয়ারি: বাংলা সাহিত্যের গবেষক, কবি-লেখক ড. মুন্সী মহম্মদ ইউনুস শুক্রবার বঙ্গভবন ঘুরে দেখেন৷ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের গ্রন্থাগারে ঢুকে তিনি অভিভূত৷ গোটা পরিকল্পনা জেনে এবং এ পর্যন্ত সংগৃহীত বইপত্র নাড়াচাড়া করে তিনি বলেন, উপত্যকার অমূল্য সম্পদ সেখানে গচ্ছিত হচ্ছে৷ বঙ্গসাহিত্য প্রকাশিত গবেষণামূলক নানা বই, স্মারকপত্রিকা দেখে ড. ইউনুস আক্ষেপ প্রকাশ করেন, সংগঠনটি বড় প্রচারবিমুখ৷ বাঙালি সংস্কৃতি ও বাংলা সাহিত্যের ওপর এত মূল্যবান কাজকর্ম করার পরও সেইভাবে প্রচারে নেই তাঁরা৷ তাঁর পরামর্শ, বরাক উপত্যকার বাইরের মানুষের কাছে এ সব কাজকর্মের প্রচার যেন সংগঠনের পক্ষ থেকে করা হয়৷
ড. মুন্সী মহম্মদ ইউনুস দিল্লির জাকির হোসেন সান্ধ্য কলেজের অধ্যাপক৷ তিনি এ দিন বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাহিত্য ও সমাজভাবনা বিষয়ক মত বিনিময় করেন৷ জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন কেন্দ্রীয় সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুল, গ্রন্থাগার উপ-সমিতির সংযোজক ড. অমলেন্দু ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি দীপক সেনগুপ্ত, সম্পাদক জয়ন্ত দেবরায়, আঞ্চলিক সভাপতি সঞ্জীব দেবলস্কর, সম্পাদক উত্তমকুমার সাহা প্রমুখ৷ ড. ইউনুস প্রস্তাব দেন, বঙ্গসাহিত্য দিল্লিতে শাখা কমিটি তৈরি করুক৷ সে ক্ষেত্রে তিনি সব ধরনের সাহায্যের আশ্বাস দেন৷