NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বকেয়া মঞ্জুরি যথেষ্ট নয়, পুরকর্মীরা আন্দোলনে
ওয়েটুবরাক, ১৮ নভেম্বর : আন্দোলনের মুখে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পুর কর্মচারীদের বেতন বুধবার মঞ্জুর করেছে রাজ্য সরকার। তাঁদের বেতন এবং মজুরি বাবদ অর্থ বিভাগ মোট ৯৮.৬৯ কোটি টাকা দিয়েছে নগরোন্নয়ন দফতরকে। বেশ কিছুদিন ধরে রাজ্যের পুর কর্মীদের বেতন বকেয়া পড়ে রয়েছে। শিলচর পুরসভায় ৪ মাস, করিমগঞ্জ পুরসভায় ১৫ মাস। দুই বছরের বেশি সময় ধরে বেতন হচ্ছে না ধুবড়ি পুরসভায়। তাই ৯৮.৬৯ কোটি টাকা মঞ্জুর হলেও আন্দোলনে অনড় রয়েছে সারা অসম পুরকর্মী সংস্থা।
বরাক উপত্যকা জোনাল কমিটির সাধারণ সম্পাদক অমল দাস বলেন, এই টাকায় রাজ্যের পুর কর্মীদের তিনমাসের বেশি বেতন হবে না। ফলে বকেয়া বেতনের সুরাহা হচ্ছে না। তাই সকল বকেয়া মিটিয়ে নিয়মিত বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার পুরকর্মীরা নিজ নিজ এলাকার বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ শনিবার সকল জেলায় জেলাশাসকের কার্যালয়ের সামনে একঘণ্টার ধরনায় বসবেন তাঁরা। ২২ নভেম্বর গুয়াহাটিতে রাজ্য পর্যায়ের ধরনা সংগঠিত হবে। এর পরও সাড়া না মিললে ২৫ নভেম্বর কর্মী ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন অমল দাস।