Barak UpdatesHappeningsBreaking News

বউলাবস্তিতে চোখের ছানি শনাক্তকরণ শিবির

ওয়েটুবরাক, ৬ জুলাই : কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চল বউলাবস্তিতে চক্ষুর ছানি শনাক্ত শিবির করল লায়ন্স ক্লাব  অফ শিলচর সেন্ট্রাল এবং শিলচর রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবা সমিতি৷ মোট ৮৭ জনের চক্ষু পরীক্ষা করেন লায়ন্স আই হসপিটালের চিকিৎসকরা৷ তাঁদের মধ্যে ৬ জনের ছানি শনাক্ত হয়৷ আয়োজকরা তাদের শিলচর আই হসপিটালে এনে অস্ত্রোপচার করে বাড়ি পাঠিয়ে দেন৷

প্রত্যন্ত অঞ্চলে এমন শিবির আয়োজনের জন্য লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং শিলচর রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবা সমিতিকে এলাকাবাসী সাধুবাদ জানান৷ প্রসঙ্গত, সেবা সমিতি দীর্ঘদিন ধরে বউলাবস্তিতে শিক্ষার প্রসারে কাজ করে চলেছে৷ সেই সূত্র ধরেই জড়িয়ে পড়ে এলাকাবাসীর সুবিধা-অসুবিধায়৷ তাদের প্রস্তাবেই লায়নরা ছুটে যান চক্ষুপরীক্ষার সমস্ত যন্ত্রপাতি নিয়ে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker