NE UpdatesHappeningsBreaking News
ফের ১.৮০ টাকা মাশুল বৃদ্ধির প্রস্তাব এপিডিসিএল-এর
গুয়াহাটি, ৩০ ডিসেম্বর : ইংরেজি নতুন বছরে বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত মাশুল চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এপিডিসিএল। এ বার প্রতি ইউনিটে ১.৮০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কোম্পানি। এই মাশুল বৃদ্ধির প্রস্তাব নিয়ে এপিডিসিএল আসাম স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে আবেদন জানিয়েছে। কয়েকদিন আগেই কোম্পানি ৩০ পয়সা করে প্রতি ইউনিটে মাশুল বৃদ্ধি করেছিল।
নিয়ম অনুযায়ী এক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে কমিশন বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তি বিশেষের শুনানি গ্রহণ করবে। বিদ্যুৎ ক্ষেত্রে লোকশানের বোঝা বহন করতে না পেরে গ্রাহকদের ওপর অতিরিক্ত মাশুল চাপিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এপিডিসিএল বছরে ৯০০ কোটি টাকা লোকশানের সম্মুখীন হচ্ছে। এর প্রেক্ষিতেই পুনরায় মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।