NE UpdatesHappeningsBreaking News
ফের যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, ত্রিপুরা ও মিজোরাম
ওয়েটুবরাক, ২৮ মেঃ ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল ত্রিপুরা, মিজোরাম ও অসমের বরাক উপত্যকা৷ রেমালের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টিতে ডিমা হাসাও জেলা তছনছ৷ রেললাইনের ওপর স্থানে স্থানে ধস৷ অনেক জায়গায় ট্র্যাকের তলা থেকে মাটি সরে গিয়েছে৷ সুড়ঙ্গের ভেতরে জল৷ এর দরুন সকাল আটটা নাগাদ গুয়াহাটি-শিলচর ট্রেন পাহাড় লাইন পেরনোর পর ওই সেকশনে আর কোনও ট্রেন চালানো সম্ভব হয়নি৷ একই অবস্থা সড়কপথেও৷ হারাঙ্গাজাওয়ে জাতীয় সড়ক অনেকটা জায়গা পুরো ফাঁক হয়ে দুইভাগ হয়ে গিয়েছে৷ জেলা প্রশাসনের তরফে ওই সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মেঘালয় হয়ে বাইরের সঙ্গে যোগাযোগের রাস্তাতেও বারবার ধস নামছে৷ মেঘালয় পুলিশ এই সময়ে ওই সড়ক পরিহার করতে পরামর্শ দিয়েছে৷
রেমালের প্রভাবে করিমগঞ্জের ফকিরবাজারে জাকিয়া বেগম নামে এক শিশুর মৃত্যু ঘটেছে৷ রবিবার ঝড়ের সময় তার মাথায় আমগাছের ডাল ভেঙে পড়ে৷ কাছাড়ের উধারবন্দে মুজাম্মিল আলি লস্কর নামে এক প্রৌঢ় সন্ধানহীন৷ তিনি বাড়ির পাশে মধুরা নদীর জলস্তর দেখতে গিয়েছিলেন৷ আচমকা পা পিছলে নদীতে পড়ে যান৷ জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও সন্ধান মেলেনি৷
করিমগঞ্জে সিংলা নদীর জল উপচে বিস্তীর্ণ অঞ্চলে বাড়িঘরে ঢুকে পড়েছে৷ কাছাড় এবং হাইলাকান্দিতেও বহু বাড়িঘরে জল৷ আসাম বিশ্ববিদ্যালয় এই অবস্থায় বুধবারের সমস্ত পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে৷