Barak UpdatesHappeningsBreaking News
ফের বিদ্যুতের মাশুল বাড়ল, প্রতিবাদে সরব শিলচর জেলা কংগ্রেস
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : আবারও বিদ্যুতের মাশুল বৃদ্ধি ঘটল। জ্বালানি খরচের বাহানা সামনে এনে বিদ্যুতের ইউনিট প্রতি মাশুল ৭৯ পয়সা বৃদ্ধি করা হলো। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আগুন দাম। মানুষের রোজগার প্রতিদিন কমছে। তার উপর বিদ্যুতের মতো প্রয়োজনীয় উপকরণে আবারও মাশুল বৃদ্ধি মানুষকে অধিকতর বিপদের মুখে ঠেলে দিল৷ এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি।
সভাপতি তমালকান্তি বণিক বলেন, গত সেপ্টেম্বর মাসে বিদ্যুতের মাশুল ইউনিট পিছু ৩০ পয়সা বাড়াল। দুইমাস পেরনোর আগেই আবারও ইউনিট পিছু ৭৯ পয়সা বৃদ্ধি করা হলো। তাতে জনগণের প্রতি সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সরকার যদি আশু হস্তক্ষেপ করে এই মূল্যবৃদ্ধির লাগাম না টানে তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জেলা কংগ্রেস এপিডিসিএল ও রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে।
তমালকান্তি বলেন, ছেলেমেয়েদের চাকরি নেই, সাধারণ মানুষের রোজগার নেই। হতাশার তলানিতে ডুবে যাচ্ছেন সবাই। রাজ্যের আর্থিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে, হাজার হাজার কোটি টাকা সরকার ঋণ নিচ্ছে। এর দরুণ আসামের প্রতিটি নবজাতককে ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মাতে হচ্ছে। অপরদিকে সরকার রাজ্যের আমজনতার প্রদেয় কর থেকে সংগৃহীত টাকা খোলামকুচির মতো অপব্যয় করছে।
লাচিত জন্মদিবস পালনের কথা উল্লেখ করে তিনি শোনান, বীর লাচিত বরফুকনকে শ্রদ্ধার সাথে স্মরণ করেনি, এ রকম কোনও সরকারই আসামের ক্ষমতায় ছিল না। এই কথা আসামের সবাই জানেন ও মানেন যে, আসামের সুসন্তান বীর লাচিতের বীরত্ব ও ত্যাগ আমাদের ইতিহাসের এক সোনালি অধ্যায় এবং তিনি এই অঞ্চলের গর্ব। জেলা কংগ্রেস সভাপতির কথায়, যা আছে সেটাকে নতুন করে আবিষ্কার করার ভণ্ডামি ইতিহাসকে শুধু বিকৃতই করে না, ইতিহাসকে নিজের কায়েমী স্বার্থে ব্যবহার করার নীচ অভীপ্সাও।