Barak UpdatesHappeningsBreaking News
ফের গ্রেফতার শৃঙ্খল চলিহা, এবার নাসায়
ওয়েটুবরাক, ৪ মে: বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহাকে ফের গ্রেফতার করল পুলিশ। ২৮ এপ্রিল শিবসাগরে বিহুর চাঁদা না দেওয়া নিয়ে বিবাদের জেরে অঙ্কুশ কেডিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে তাঁর মুখে থুতু ছেটান শৃঙ্খল। সেই ঘটনা সিসিটিভিতে বন্দি হয়। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ শৃঙ্খলকে গ্রেফতার করে আদালতে তোলে। এর আগে শনিবারেও এক ঠিকাদারকে হুমকি দেওয়ায় শৃঙ্খলের বাড়িতে পুলিশ যায়। মঙ্গলবার আদালত ১৫ হাজার টাকার বেল বন্ডে শৃঙ্খলকে জামিন দেয়। তবে আদালতের সময় পার হয়ে যাওয়ায় বেল বন্ড জমা পড়েনি। তাই বুধবার মুক্তি পান শৃঙ্খল। কিন্তু জেল থেকে বেরোতেই পুলিশ ফের তাঁকে অন্য একটি মামলায় গ্রেফতার করে। তা নিয়ে উত্তেজনা ছড়ায় জেল ও আদালত চত্বরে। পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে শৃঙ্খলকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে জেলার মুখ্য দায়রা আদালত। রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেন, “শৃঙ্খলকে স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়ে, খামোকা এনএসএ-র অধীনে গ্রেফতার করেছে সরকার। তাঁর মুক্তির জন্য অসমবাসীকে একজোট হতে হবে।”