India & World UpdatesHappeningsBreaking News
ফের উত্তপ্ত কাশ্মীর, ৩ বিজেপি কর্মী খুন
৩০ অক্টোবর : ফের উত্তপ্ত হল কাশ্মীর। কুলগামে তিন বিজেপি কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা। নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, নিহত তিন জনের মধ্যে বিজেপি-র যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হোসেন রয়েছেন। বাকি দুই নিহত দলীয় কর্মীর নাম উমের হাজাম এবং উমের রশিদ বেগ। কুলগামের ওয়াইকে পোরা এলাকায় এই তিনজনের উপরে হামলা চালায় জঙ্গিরা। ফিদা হোসেন ঘটনাস্থলে মারা গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুই কর্মীর মৃত্যু হয়। তিন বিজেপি কর্মী একটি গাড়ি করে যাওয়ার সময় তাতে গুলিবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা।
লস্কর ই তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হুমকি দিয়ে সংগঠনের তরফে বলা হয়েছে, সমাধিক্ষেত্রেও এর পর দেহ রাখার জায়গা পাওয়া যাবে না। জুন মাস থেকেই উপত্যকায় বিজেপি নেতা কর্মীদের উপরে হামলার ঘটনা বাড়ছে। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। এই জঙ্গি হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের তিন জন তরুণ কার্যকর্তার হত্যার নিন্দা করছি। যুব প্রজন্মের ঊজ্জ্বল প্রতিনিধি হিসেবে জম্মু কাশ্মীরে এঁরা খুব ভাল কাজ করছিল। এই শোকের সময়ে আমি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁদের আত্মার শান্তি কামনা করি।’
ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা হামলার নিন্দা করেছেন। তিনি টুইট করেছেন, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে খারাপ খবর এসেছে। জঙ্গি হামলায় ৩ বিজেপি কর্মী খুনের তীব্র নিন্দা করছি। আল্লাহ তাদের স্বর্গে স্থান দিন এবং তাদের পরিবারগুলি যেন কঠিন সময় শক্তি খুঁজে পায়। পিডিপি নেত্রী এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনার নিন্দা করলেও এর জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘কুলগামে বিজেপি কর্মীদের হত্যার ঘটনায় দুঃখিত। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। দিনের শেষে এঁরা জম্মু কাশ্মীরেরই মানুষ কিন্তু ভারত সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তের বলি হতে হল।’