HappeningsBreaking News

ফের অসম সফরে তৃণমূল প্রতিনিধি দল!
Trinamool delegation to visit Assam again!

8 নভেম্বর : ফের অসম সফরে আসছে মমতার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। এবার অবশ্য বরাক উপত্যকায় নয়, তিনসুকিয়ার ধলায় যে ৫ বাঙালিকে গুলি করে মেরেছে জঙ্গিরা, মমতার দূতরা তাদের পরিবারের পাশে দাঁড়াবেন বলে খবর।

Rananuj
The 5 unfortunate Bengalis killed by assailants at Tinsukia

একটি সূত্রে জানা গেছে, তৃণমূলের এই প্রতিনিধি দলে ৩ সাংসদ ও বিধায়কের থাকার কথা রয়েছে। তিন সাংসদ হলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান, মমতা বালা ঠাকুর ও নাদিমুল হক। সঙ্গে রয়েছেন বিধায়ক মহুয়া মিত্র। মৃতদের পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁরা ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের সঙ্গেও কথা বলবেন। অসমে বাঙালিদের অসহায় অবস্থার বিষয়ে জেনে নেবেন।

Map of Tinsukia, Assam

এ দিকে, তৃণমূল প্রতিনিধি দলের দ্বিতীয়বার এই অসম সফর নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এর আগে গত আগস্টের মুখে নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশের পর ৪০ লক্ষ বাঙালির নাম বাদ পড়ায় পরিস্থিতি বুঝে নিতে শিলচরে এসেছিলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। কিন্তু রাজ্যের বিজেপি সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে তাঁদের শিলচর বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিয়েছিল। সেই ধুন্ধুমার ঘটনার কথা এখনও সবার মনে সতেজ রয়েছে।

TMC delegation at Silchar airport. File Picture

ফের তৃণমূল প্রতিনিধিদের অসম সফরের ঘোষণায় নতুন করে রাজ্য সরকারের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সূত্রটি বলেছে, রবিবারই প্রতিনিধি দলটি ডিব্রুগড় বিমানবন্দর থেকে তিনসুকিয়া যাবেন। তাহলে এ বার কি প্রশাসন তাঁদের গন্তব্যে যেতে দেবে? না কি এ বারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি হবে ! তবে তাঁদের সফর ঘিরে যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায়, সেদিকে পুরোপুরি সজাগ রয়েছে প্রশাসন। এখন শুধু প্রতীক্ষার পালা।

November 4: A delegation of Mamta Banerjee’s Trinamool Congress (TMC) in all probability is ready to visit Assam once again! However, this time they will not be coming to Silchar, rather they are supposed to visit Dhola at Tinsukia where assailants have shot dead 5 innocent Bengalis. The main purpose of the delegation will be to stand beside the families of the deceased.

The 5 unfortunate Bengalis killed by assailants at Tinsukia

As per a source, the supposed delegation will be comprised of 3 MPs and one MLA. The three MPs are Derek O’ Brien, Mamata Bala Thakur and Nadimul Haque, all representing the Rajya Sabha. MLA Mahuya Mitra will also be accompanying them to Assam. Apart from meeting the families of those who have been killed in gunfire, they will also have a deliberation with the Bengalis of the Brahmaputra Valley. They will try to figure out the precarious condition of the Bengalis of Assam.

Map of Tinsukia, Assam

However, the news of Trinamool delegation’s Assam visit has given rise to whispers at various levels of the society. This is because in the month of August, a Trinamool delegation came to Silchar after the declaration of the final draft of NRC on 30 July. Their main intention was to make a study of the effect of 40 lakh names being excluded from the final draft of NRC and to understand the problems of these people. However, the State BJP government in Assam prohibited their entry at Silchar and compelled them to return back from the Silchar Airport itself. That clumsy situation is still fresh in the minds of the people.

TMC delegation at Silchar airport. File Picture

The declaration made by the Trinamool Congress to send a delegation again to Assam has become a major cause of concern for the state government. As per the source, it was learnt the the delegation will reach Tinsukia from Dibrugarh airport on Sunday itself. So naturally, a question which is going on in everybody’s mind is, whether the state government will allow this delegation to visit its destination this time or whether they will again be sent back from Dibrugarh airport as they were done at Silchar. However, state government is awake to the fact that no untoward incident occurs centering their visit. It’s now wait and watch for the show to unfold on Sunday.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker