NE UpdatesHappeningsBreaking News
ফেব্রুয়ারিতে শিলং-দিল্লি সরাসরি বিমান
শিলং, ১৪ জানুয়ারি : খুব সম্ভব আগামী ফেব্রুয়ারি থেকে শিলং ও দিল্লির মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হবে। রাজ্য সরকারের অধীনে থাকা মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশন ও স্পাইস জেটের মধ্যে শনিবার এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার শিলং ও দিল্লির মধ্যে সরাসরি বিমান চলবে।
এর আগেও রাজ্য সরকার ২০২০ সালে শিলং ও দিল্লির মধ্যে সরাসরি বিমান চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। সেসময় বিগ চার্টার্ড প্রাইভেট লিমিটেড অর্থাৎ ফ্লাইবিগকে এই বিমান পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছিল। পরে ফ্লাইবিগ এই রুটে পরিষেবা শুরু করতে নিজেদের অক্ষমতার কথা জানায়। পরে মেঘালয় সরকার ফ্লাইবিগের সঙ্গে চুক্তিও বাতিল করে দেয়।