Barak UpdatesHappeningsBreaking News
ফুল দিয়ে দোল খেলল আর্য সংস্কৃতি
ওয়েটুবরাক, ১৮ মার্চ : আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে আজ শুক্রবার বিকালে নর্মাল স্কুল প্রাঙ্গণে বসন্তোৎসব ‘ফুল দিয়ে দোল’ অনুষ্ঠিত হয়। বন্দেমাতরম সঙ্গীত ও সমিতির শিল্পীদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর হয় স্বরচিত কবিতা পাঠের আসর।
অংশ নেন স্বর্ণালী চৌধুরী, নিম্মী চক্রবর্তী, দোলনচাঁপা দাসপাল, মৃদুলা ভট্টাচার্য, দিলীপ সিনহা, জয়ন্তী দত্ত, সীমা পুরকায়স্থ প্রমুখ। সাংস্কৃতিক সংগঠন হিসেবে পূর্ণিমা ড্যান্স অ্যাকাডেমি, বংশীতা কলা নিকেতন, পারমিতা সঙ্গীত বিদ্যালয়, দর্শন অ্যাকাডেমির শিল্পীরা নাচে-গানে অংশগ্রহণ করেন।
এই বছরের নারীরত্ন সম্মান প্রদান করা হয় মৌসুমী চক্রবর্তীকে। বক্তব্য রাখেন কাছাড়ের পুলিশ অধীক্ষক ডঃ রমণদীপ কৌর, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সমাজসেবী কণাদ পুরকায়স্থ, সুবীর ধর, সমিতির মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য প্রমুখ। সবশেষে ছিল মূল আকর্ষণ ফুল দিয়ে দোল৷ ফুল উড়িয়ে বসন্তের গানে সবাই মেতে ওঠেন৷ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
গোটা অনুষ্ঠানে আয়োজন ও পরিচালনায় বিশেষ সহযোগিতায় ছিলেন বিশ্বজিৎ সাহা, সুদীপ পাল, শিবাজী চক্রবর্তী, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, সমর্পিতা ভট্টাচার্য সহ অনেকে। ছিল বন্দেমাতরম সাহিত্য পত্রিকা গোষ্ঠীও৷