Barak UpdatesHappeningsBreaking News
ফুঁসছে বরাক, জলস্তর ১৭ মিটার অতিক্রম
ওয়ে টু বরাক, ১৭ জুন ঃ টানা বৃষ্টিতে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে বরাক নদী। জলস্তরও বাড়ছে খুব দ্রুত। এর মধ্যেই নদীর জলস্তর ১৭ মিটার অতিক্রম করেছে। শনিবার বিকেল চারটায় শিলচর অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর ছিল ১৭.০৬ মিটার। অথচ এর এক ঘণ্টা আগে বিকেল তিনটায় এখানে নদীর জলস্তর ছিল ১৬.৯৬ মিটার। অর্থাৎ জল বাড়ছে ঘণ্টায় ১০ সেমি করে।
শুক্রবার রাত ১টায় অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর ছিল ১৬.৪২ মিটার। এরপর ২টা থেকে ঘণ্টাখানেক স্থিতাবস্থায় ছিল। তারপর শেষরাত ৩টা থেকে জল কমতে শুরু করে।
প্রথম দিকে ১ সেমি করে জল কমলেও পরে ২ সেমি করে জল নামতে শুরু করে। কিন্তু আজ সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় পরিস্থিতি বিগড়ে যায়। সকাল ৮টা থেকে জল ক্রমশ বাড়তে শুরু করে। প্রথমদিকে ২-৩ সেমি করে বেড়েছে। কিন্তু যত সময় গেছে, জলস্তর বৃদ্ধির গতিও বাড়তে থাকে। দুপুর ১২টায় ১১ সেমি ও বেলা ১টায় সর্বোচ্চ ১৫ সেমি প্রতি ঘণ্টায় জল বেড়েছে।
উল্লেখ্য, শিলচর অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার। যদিও বিপদসীমা অতিক্রম করতে এখনও অনেক বাকি। তবে টানা মুষলধারে বৃষ্টি যেকোনও সময় হিসেবটাকে বদলে দিতে পারে।