India & World UpdatesHappeningsBreaking News
ফিলিপিন্সে ৭.৫ মাত্রার বড় ভূমিকম্প
৩ ডিসেম্বর : ফিলিপাইনে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পনের পর কয়েকশ বার এই কম্পন অনুভূত হয়। এ ঘটনার পর সেখানে সুনামির সতর্কতা দিয়ে জনসাধারণকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। পরে রোববার সকালে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত অনলাইন এবিসি নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎস মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান মিউনিসিপ্যালিটির উত্তর-পূর্বে ৩২ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর কমপক্ষে ৫০০টি আফটার শক রেকর্ড করা হয়েছে।
রবিবার সকালে লোকজন স্বাভাবিক কাজকর্ম শুরু করার ফলে সতর্ক হয়ে চলতে পরামর্শ দিয়েছে ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলোজি। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সবচেয়ে বড় আফটার শক ছিল ৬.৫ মাত্রার। প্রাথমিক কম্পনের ফলে সুনামি সতর্কতা দিয়ে উপকূলীয় জনগণকে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। যদিও পরে অবশ্য কর্তৃপক্ষ বলেছে, বড় ঢেউয়ের ঝুঁকি চলে গেছে।