NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ফাইল ফেলে রাখা চলবে না, সচিবালয় কর্মীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ২৯ জানুয়ারিঃ অসমের সচিবালয়ে কোনও পুরনো ফাইল পড়ে থাকা চলবে না৷ সচিবালয় কর্মচারীদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বলেন, এক বছরের মধ্যে সমস্ত পুরনো ফাইলের কাজ শেষ করতে হবে৷ সে জন্য সদ্ভাবনা নামে এক প্রকল্প ঘোষণা করেন তিনি৷ ওই প্রকল্পে একটি পোর্টাল খোলা হবে৷ সেখানে সাধারণ জনতা নিজেদের পড়ে থাকা ফাইলের কথা জানাবেন৷ কর্মীদের তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ তাঁর আশা, ৪-৫ লক্ষ ফাইলের কাজ হবে এক বছরে৷

Rananuj

মুখ্যমন্ত্রী খেদ ব্যক্ত করেন, নিজেদের সহকর্মীর পেনশনের ফাইল আটকে রাখেন কর্মচারীরা৷ ক্যানসারে আক্রান্ত আমলার চিকিৎসা বিল পরিশোধের ফাইল পর্যন্ত নড়ে না৷ তাঁকে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে হয়৷ এগুলি  বড় লজ্জার, অমানবিক৷ সে সব না করতে তিনি সচিবালয় কর্মীদের সাবধান করে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker