Barak UpdatesBreaking News
ফলাফল প্রকাশে দেরি, বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ধর্নায় এবিভিপি
৬ আগস্ট : পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি নিয়ে ফের আন্দোলন শুরু হল আসাম বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যানারে বরাকের বিভিন্ন কলেজের পড়ুয়ারা সামিল হয়েছেন এতে। বসেছেন ধর্নায়। এককথায় বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে প্রতিবাদমুখর মেজাজে রয়েছেন ছাত্রছাত্রীরা।
স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের সেমিস্টার পরীক্ষার ফলাফল সময়মতো প্রকাশ নিয়ে বহুদিন ধরেই মৌখিক ও লিখিত আর্জি জানিয়ে আসছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এ বছরের জুলাই মাসের শেষের দিকেও সংগঠনের পক্ষে একটি স্মারকপত্র পেশ করা হয় উপাচার্যের কাছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও নিয়ন্ত্রকের কাছে দেওয়া হয় এর প্রতিলিপি। এতে গাইডলাইন অনুযায়ী ৪৫ দিনের ভেতরে পরীক্ষার ফলপ্রকাশ ও আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের ফি-তে বিবেচনা, বিশেষ করে এই দুটি দাবির উল্লেখ করা হয়েছে।
কিন্ত এ যাত্রায়ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবিপূরণে ব্যর্থ বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পরিষদ। এই ইস্যুতে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আন্দোলন চরম রূপ নেবে বলেও জানিয়ে দেওয়া হয় বিদ্যার্থী পরিষদের তরফে।