Barak UpdatesHappeningsBreaking News
প্ৰিপেড স্মাৰ্ট মিটার, প্রতিবাদে গুয়াহাটিতে গ্রাহকদের বিক্ষোভ
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল : প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মঙ্গলবার গুয়াহাটির বিজুলি ভবনের সামনে বিক্ষোভ প্ৰদৰ্শন করে অল আসাম ইলেকট্ৰিসিটি কনজুমাৰ্স অ্যাসোসিয়েশন। দুপুর ১২টায় বিদ্যুৎ গ্ৰাহকরা হাতে হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকাৰ্ড ফেষ্টুন নিয়ে পল্টন বাজারের বিশাল মেগামাৰ্টের সামনে থেকে মিছিল করে বিজুলি ভবনের গেটে পৌঁছালে পুলিশ বাধা দানের চেষ্টা করলে গ্রাহকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনীর বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা গ্ৰাহক স্বাৰ্থবিরোধী প্ৰিপেড মিটার বাতিল করো, বিদ্যুতের বেসরকারিকরণের চক্ৰান্ত বন্ধ করো, প্ৰিপেড মিটার চালু করে জনগণকে লুণ্ঠন করা চলবে না ইত্যাদি শ্লোগান দিতে দিতে বিজুলি ভবন চত্বরে প্রবেশ করে দীর্ঘসময় ধরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অজয় আচাৰ্য। তিনি বলেন, প্ৰথমে স্মাৰ্ট পোস্ট পেড মিটার প্রতিস্থাপন করে কিছুদিন পর মোবাইলে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি প্রদান করে গ্ৰাহকদের প্ৰিপেড মিটার নিতে বাধ্য করে এ পি ডি সি এল কর্তৃপক্ষ। অথচ এই স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের পূর্বে গ্ৰাহকদের সঙ্গে কোনও ধরনের আলাপ-আলোচনা করেনি। তিনি বলেন, প্ৰিপেড মিটার স্থাপনের পর অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসার অভিযোগ উত্থাপিত হয়েছে। তাই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের পদক্ষেপ স্বরূপ এই স্মাৰ্ট প্ৰিপেড মিটার প্রতিস্থাপন স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধের জোরালো দাবি উত্থাপন করা হয়।
বিক্ষোভ শেষে এ পি ডি সি এল কর্তৃপক্ষের মাধ্যমে আহ্বায়কদ্বয় যথাক্রমে অজয় আচাৰ্য ও হিল্লোল ভট্টাচাৰ্যের স্বাক্ষরিত একটি স্মারকপত্র অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের নিকট প্রেরণ করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল পাল, ইদ্রিশ আলী প্রমুখ।