ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : পাঁচগ্রাম কাগজ কলের বিত্ত ও হিসাবরক্ষণ বিভাগের কার্যনির্বাহী আধিকারিক মহিউদ্দিন লস্কর আর নেই। লক্ষীপুর মহকুমার কাপ্তানপুর অষ্টাদশ খণ্ডের বাসিন্দা আলহাজ আসাহিদ আলী লস্করের জ্যেষ্ঠ পুত্র মহিউদ্দিন লস্কর জিএসটি কনসালট্যান্ট হিসেবেও পাঁচগ্রাম এলাকায় বিশেষ পরিচিত। পাঁচগ্রাম টাউনশিপে দীর্ঘদিন ধরে থাকলেও মহি উদ্দিন শনিবার আড়াইটায় কাপ্তানপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ক’দিন থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কিডনি ও রক্তজনিত রোগের চিকিৎসায় ছিলেন। স্বাস্থ্যের অবনতি ঘটায় গত বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি কাপ্তানপুরের বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি না ফেরার দেশে পাড়ি দেন। প্রয়াত মহিউদ্দিন লস্কর কর্মজীবনের শুরুতে সোনাই মনোহর আলি মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। কিছুদিন ওকালতিও করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।প্রয়াত মহিউদ্দিন রেখে গেছেন স্ত্রী, পুত্র শাহনেয়াজ আহমদ লস্কর ও দুই কন্যা সহ অসংখ্য পরিজনদের । কিছুদিন আগে মাকে হারান মহি উদ্দিন। বাড়িতে রয়েছেন একমাত্র ভ্রাতা বিশিষ্ট সমাজসেবী মিসবাহ উদ্দিন লস্কর। প্রয়াতের জানাজা আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এবং শেষে সেখানেই পৈতৃক গোরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে দুই কাগজকলের ইউনিয়ন সমূহের জোট জাকরুর পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়৷ সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, কাগজ কল নিয়ে সরকারের ভুল সিদ্ধান্ত এবং দীর্ঘসূত্রীতার দরুন একের পর এক কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অকালে প্রাণ হারাচ্ছেন৷