Barak UpdatesHappeningsBreaking News
প্রেমতলায় সারদাদেবীকে দুর্গাজ্ঞানে বাসন্তীপূজা
ওয়েটুবরাক, ৭ এপ্রিল : শিলচরে এ বারও মা সারদাকে দেবী দুর্গা জ্ঞানে কল্পনা করে ঠাকুর রামকৃষ্ণ, মা ও স্বামীজীর পট বসিয়ে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে । এই নিয়ে তেরো বছর, মায়ের ভক্তরা শ্রীশ্রী সারদা মায়ের সর্বজনীন পূজা কমিটি গড়ে এই পুজো করছেন। প্রথমবার মাতৃমন্দিরে হলেও পরবর্তী সময়ে এই পূজা প্রেমতলার জননী অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত হচ্ছে। এইভাবে এই অঞ্চলে সারদা মায়ের পূজা আর কোথাও হয় না৷
কমিটির সদস্যরা জানিয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রীশ্রী বাসন্তী দুর্গাদেবীর পূজা বিধি মতে তাঁদের পূজা হচ্ছে৷ আজ বৃহস্পতিবার সকাল 9টা 36 মিনিটে শ্রীশ্রীমায়ের পূজার কল্পারম্ভ হয়৷ সন্ধ্যা 6টা 35 মিনিটে হবে মায়ের আবাহন ও পুষ্প নিবেদন৷ সাড়ে সাতটায় আমন্ত্রণ ও অধিবাস৷ শুক্রবার সপ্তমী পূজারম্ভ হবে ভোর সাড়ে পাঁচটায়৷ সাড়ে আটটায় অঞ্জলি৷ নয়টায় গীতাপাঠ করবেন আরতি রায়চৌধুরী৷ একই সঙ্গে চলবে ভোগ ও আরতি৷ বেলা বারোটায় হাতে হাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷ সন্ধ্যা ছয়টায় সন্ধারতি৷ সাড়ে ছয়টায় শুরু হবে পাঠ৷ পাঠ করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ৷ সাতটা থকে সাংস্কৃতিক অনুষ্ঠান৷
অষ্টমী-নবমী-দশমী মঙ্গলারতি হবে ভোর সাড়ে চারটায়৷ সপ্তমীর মত অষ্টমী-নবমী দুইদিনও সাড়ে আটটায় অঞ্জলি৷ বেলা বারোটায় হাতে হাতে মহাপ্রসাদ বিতরণ৷ সন্ধ্যা ছয়টায় সন্ধারতি৷
অষ্টমীর দিন পূজা আরম্ভ হবে সকাল সাড়ে পাঁচটায়৷ নয়টায় ভোগ ও আরতি৷ সঙ্গে চলবে ভক্তিগীতি৷ সকাল সাড়ে দশটায় মাতৃ প্রসঙ্গ পাঠ ও আলোচনা করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ৷ সন্ধ্যা সাড়ে ছয়টায় পাঠ ও আলোচনা করবেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ৷ রাত সাতটায় শিল্পী অনুসূয়া মজুমদারের সাংস্কৃতিক অনুষ্ঠান৷
নবমীপূজা শুরু হবে ভোর ছয়টায়৷ সাড়ে আটটায় ভোগ, আরতি ও হোম৷ সাড়ে নয়টায় ভক্তিগীতি৷ সন্ধ্যা সাড়ে ছয়টায় পাঠ ও আলোচনা করবেন স্বামী গুণাতীতানন্দ মহারাজ৷
সোমবার সকাল সাড়ে 6টা থেকে 8টা 32 মিনিটের মধ্যে শ্রীশ্রী মায়ের বিধিমত দশমীপূজা সমাপন ও মন্ত্র বিসর্জন৷