NE UpdatesHappeningsBreaking News
প্রায় ৭ হাজার কোভিড টেস্ট হয়েছে নাগাল্যান্ডেও
১৭ জুন : মঙ্গলবার পর্যন্ত নাগাল্যান্ডে সবমিলিয়ে ৬৯৮৭টি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অভিজিত সিনহা এ খবর জানিয়েছেন। তিনি জানান, এই স্যাম্পলগুলোর মধ্যে ৫৫৮২টি স্যাম্পলের ফল এসেছে। তবে ১৪০৫টির ফল আসা এখনও বাকি। তিনি আরও জানান, নাগা হসপিটাল অথরিটি কোহিমায় থাকা বিএসএল-৩ ল্যাবে যে ৩৬০৭টি স্যাম্পল টেস্ট হয়েছে, তার মধ্যে ১৩৫টি স্যাম্পল পজিটিভ ধরা পড়েছে।
তিনি জানান, রাজ্যে এ পর্যন্ত মোট ১৭৯ জন আক্রান্তের মধ্যে বর্তমানে সংক্রমণ সক্রিয় রয়েছে ৭৯ জনের দেহে। বাকি ১০০ জনই সুস্থ হয়ে উঠেছেন। এই আক্রান্তরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। তবে এদের সবাই উপসর্গহীন।
পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পজিটিভ রোগীদের মধ্যে ১৬৯ জনই ১৮ থেকে ৪৪ বছর বয়সের মধ্যে। বাকিরা ০-১৭ বয়সসীমার মধ্যে ৪ জন, ৪৫-৬৪ বয়সসীমার মধ্যে ৪ জন এবং ২ জন রয়েছেন ৬৫ থেকে ৭৫ বয়সসীমার মধ্যে। নাগাল্যান্ডে মোট আক্রান্তের মধ্যে ১১১ জন পুরুষ ও ৬৮ জন মহিলা রয়েছেন।