Barak UpdatesHappeningsBreaking News

প্রাক-সন্ধ্যায় করিমগঞ্জে বিএসএফের ৫৭-তম প্রতিষ্ঠা দিবস পালন

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর :  নানা কর্মসূচির মাধ্যমে ৫৭-তম প্রতিষ্ঠা দিবস পালন করল সীমান্ত সুরক্ষা বাহিনীর ৭ নং ব্যাটালিয়ন । করিমগঞ্জ জেলার মাইজডিহিতে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় গোটা জেলার অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান, আধিকারিকদের । ইন্সপেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিএসএফের নিজস্ব ব্যান্ড । পাঞ্জাবি ভাঙরা নৃত্য পরিবেশন করে উপস্থিত প্রত্যেকের মন জয় করে জওয়ানদের একটি নৃত্যদল। অতিথি বরণ, সংবর্ধনার পাশাপাশি উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের ।

Rananuj

বক্তব্য রাখতে গিয়ে ৭ নং ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট বিক্রম সিং বলেন, ১৯৬৫ সালের ১ ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর জন্ম হয়েছিল৷ দীর্ঘ ৫৬ বছর ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত তাঁরা৷ বিএসএফ-এর একমাত্র লক্ষ্য, ‘আমৃত্যু কর্তব্য পালন।’ এই ঐতিহ্য বরাবরই বজায় রেখেছে বিএসএফ। শত্রুপক্ষের আক্রমণের সামনে একা, খালি হাতে থাকলেও পোস্ট ছেড়ে একচুল নড়বেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker