Barak UpdatesHappeningsBreaking News
প্রাক্তন মন্ত্রী আব্দুল মুহিব মজুমদার প্রয়াত
ওয়েটুবরাক, ৩ নভেম্বর : প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী আব্দুল মুহিব মজুমদার আর নেই৷ আজ (বুধবার) সকালে তিনি গুয়াহাটিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷ তিনি অনেকদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ৷
মুহিব মজুমদার ১৯৫৫ সালে আইনের পেশায় জড়িত হন৷ গৌহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে তিনি ওকালতি করেন৷ তিনি ১৯৮০ থেকে ৩ বছর আসামের এবং ১৯৯১ থেকে ৫ বছর অরুণাচল প্রদেশের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করেন৷ মুহিব মজুমদার আইএমডিটি আইনের প্রণেতা৷ এর মধ্য দিয়ে তিনি আসামের বঙ্গভাষীদের অহেতুক হেনস্তা থেকে রক্ষা করেছিলেন৷ পরে সর্বানন্দ সোনোয়ালের মামলায় আইএমডিটি বাতিল হয়ে যায়৷ ওই আইনে অভিযোগকারী পুলিশকে প্রমাণ করতে হতো, অভিযুক্ত বাংলাদেশি৷ আইএমডিটি বাতিল হওয়ায় এখন অভিযুক্তকে প্রমাণ করতে হয়, তিনি ভারতীয়৷ না পারলেই ঠাঁই হয় ডিটেনশন ক্যাম্পে৷
আব্দুল মুহিব মজুমদার ১৯৮৩ সালে প্রথমবার হাইলাকান্দির বিধায়ক হিসাবে নির্বাচিত হন৷ সে বারই কংগ্রেস মন্ত্রিসভায় আইন ও শক্তি মন্ত্রকের দায়িত্ব পান৷ ১৯৮৫ সাল থেকে পাঁচ বছর ছিলেন কংগ্রেস পরিষদীয় দলের উপনেতা৷ পরবর্তী সময়ে হিতেশ্বর শইকিয়ার সঙ্গে মতভেদ দেখা দিলে তিনি দলত্যাগ করেন৷ পরে জন্ম দেন ইউপিপিএ নামে নতুন দলের৷ ১৯৯৬ সালে ওই দলের বিধায়ক হয়েই অগপ মন্ত্রিসভায় সেচ দফতর সামলান তিনি৷ ২০০৪-এ কংগ্রেসে ফিরে আসাম স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন৷ ২০১১ সালে তিনি চতুর্থবার হাইলাকান্দি থেকে বিধানসভা নির্বাচনে জেতেন৷
আব্দুল মুহিব মজুমদারের জন্ম ১৯৩২ সালের ১৯ আগস্ট, হাইলাকান্দিতে৷ বিএসসি (অনার্স) করে তিনি এমএ পাস করেন৷ পরে এলএলবি৷ পেশাজীবনের শুরুতে ১৯৫৬ সাল থেকে ৫ বছর অধ্যাপনাও করেন৷ প্রাগজ্যোতিষ কলেজে অর্থবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞান পড়ান৷ গৌহাটি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ল কলেজে ১৯৬১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পড়িয়েছেন তিনি৷
তাঁর মৃত্যুতে হাইলাকান্দি সহ আসাম জুড়ে শোক পরিলক্ষিত হয়৷