Barak UpdatesHappeningsBreaking News
প্রাক্তন অডিট কর্তা ফণীভূষণ দাস প্রয়াত
ওয়ে টু বরাক, ২৫ জুলাই : প্রয়াত হলেন বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অডিট ফণীভূষণ দাস। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ১১.১৭ মিনিটে তারাপুর ৭ম খণ্ডের শ্রীপল্লী লেনের নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। রেখে গেছেন স্ত্রী দীপিকা দাস, একমাত্র পুত্র উত্তর পূর্ব সীমান্ত রেলের সহকারী কার্যবাহী বাস্তুকার দেবরাজ দাস, নাতি দেবর্ষি, নাতনি দেবারতী সহ অসংখ্য গুণমুগ্ধকে। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া বিরাজ করছে।
উল্লেখ্য, প্রয়াত ফণীভূষণ দাস ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। শিলং-এর অ্যান্থনি কলেজ থেকে বিকম পাশ করে পরবর্তী চাকরিতে যোগদান করেন ফণীবাবু। বরাক উপত্যকার একজন দক্ষ অডিট অফিসার হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। বরাকভ্যালি জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লকেল অ্যাকাউন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। শিলচর জেলাশাসক কার্যালয়, কাছাড় জেলা পরিষদ কার্য্যালয়ের অডিটও তিনি দেখাশোনা করতেন। তাছাড়াও চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর শিলচর রেডক্রস হাসপাতালের অডিট দেখাশোনা করেছেন ফণীভূষণ দাস। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।