India & World UpdatesHappeningsBreaking News

প্রাক্তনীর ভারতবিরোধী পোস্ট ঘিরে চর্চায় শিলচর এনআইটি, লাইকে ছাত্রী গেলেন বাংলাদেশে

ওয়েটুবরাক, ২৬ আগস্টঃ সমাজ মাধ্যমে শিলচর এনআইটির এক প্রাক্তনীর ভারতবিরোধী পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পোস্টদাতা সাদাত হোসেন আলফি বাংলাদেশের বাসিন্দা৷ এ বছরেই শিলচর এনআইটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি নিয়েছেন৷ এই সময়ে নিজের দেশেই আছেন তিনি৷ তবে তাঁর পোস্টে লাইক করে বিতর্কে জড়ালেন শিলচর  এনআইটির এক বর্তমান পড়ুয়াও৷

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, সোমবার ওই ছাত্রী দেশে ফিরে গিয়েছেন৷ সকাল এগারোটায় তাঁকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে৷
শিলচর এনআইটির পড়ুয়াদের মধ্যে ৭৭ জন বাংলাদেশের নাগরিক৷ ৪০ জন হিন্দু, ৩৭ জন মুসলমান৷ তাদের সকলের নিরাপত্তার ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছেন বলে জানিয়েছেন মাহাত্তা৷ তিনি বলেন, প্রাক্তন ছাত্রের প্রচণ্ড ভারতবিরোধী পোস্টটি প্রথম তাঁদেরই সাইবার মনিটরিং সেলের নজরে পড়ে৷ তিনি নিজে এ ব্যাপারে তদন্তে নামেন৷ শনিবার মাঝরাতে এনআইটিতে গিয়ে জানতে পারেন, সাদাত হোসেন প্রাক্তন ছাত্র বটে, কিন্তু ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে গিয়েছেন৷ এর পরই সাদাতের পোস্টে বাংলাদেশি ছাত্রীর ‘লাইক করা’ নিয়ে চর্চা শুরু হয়৷ তিনি অবশ্য আগেই দেশে ফেরার সিদ্ধান্ত জানিয়ে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন৷ মঞ্জুর হওয়ায় এ দিনই তিনি বাংলাদেশে চলে যান৷
শিলচর এনআইটির ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য জানান, ক্যাম্পাসের ভেতরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে ছাত্রছাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ বাংলাদেশি পড়ুয়ারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker