NE UpdatesAnalyticsBreaking News
প্রস্তুতি শুরু বিজেপির, ধলাই উপনির্বাচনের দায়িত্বে কৌশিক-কণাদ-শশাঙ্ক
গুয়াহাটি, ২২ জুন : রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। প্রদেশ সভাপতি ভবেশ কলিতা দলের সিনিয়র কর্মকর্তাদের কয়েকজনকে নিয়ে এ সংক্রান্ত আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। এই সমিতির অধীনে ৫টি বিধানসভা কেন্দ্রের জন্য তিনজন করে দলীয় কর্মকর্তা রয়েছেন। সে অনুযায়ী কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক কৌশিক রায়, রাজ্য সম্পাদক কণাদ পুরকায়স্থ ও কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পালকে। ৫টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য বিজেপির তরফে আহ্বায়ক মনোনীত করা হয়েছে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিপ্লু রঞ্জন শর্মাকে।
এ দিকে শনিবার গুয়াহাটিতে বিজেপির মুখ্য কার্যালয়ে প্রদেশ বিজেপির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাতেই লোকসভা নির্বাচনে নিজ নিজ কেন্দ্র ও এলাকার বিজেপির ভোট প্রাপ্তির অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে আগামী ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যে ৫টি কেন্দ্রে উপ-নির্বাচন হবে সেগুলো হচ্ছে, বিহালী, সামগুড়ি, বঙাইগাও, চিদলি ও ধলাই।