Barak UpdatesHappeningsBreaking News
প্রস্তাবিত পুর নিগমের নানা দিক খতিয়ে দেখতে কংগ্রেসের কমিটি গঠন
ওয়েটুবরাক, ৩ মার্চ : প্রস্তাবিত শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির এক উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।ওই সভায় সভাপতিত্ব করেন অরুণ দত্ত মজুমদার। ম্যারাথন আলোচনার পর প্রস্তাবিত কর্পোরেশনের উপর দলের এক নীতি নির্ধারণ কমিটি গঠন করা হয়েছে৷ নাম দেওয়া হয়েছে, ‘ডিসিসি পলিসি মেকিং কমিটি অন প্রপজড শিলচর মিউনিসিপাল করপোরেশন৷’ এবং দীপক কুমার দেবকে চেয়ারম্যান এবং অতনু ভট্টাচার্যকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্যক কমিটির অন্য সদস্যরা হলেন অরুণ দত্ত মজুমদার, বিনয় কৃষ্ণ দাস, সঞ্জীব রায়, সৌমেন চৌধুরী, আলী রাজা উসমানী, সত্যজিৎ দে, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, তুহিনা শর্মা ও অমিত চক্রবর্তী । আহ্বায়ক অতনু ভট্টাচার্য জানিয়েছেন, কমিটি শীঘ্রই কাছাড়ের জেলা প্রশাসনের কাছে প্রস্তাব ও পরামর্শ দিয়ে একটি স্মারকলিপি জমা দেবে এবং এঁরা শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত কর্পোরেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় তদারকি করবেন।