India & World UpdatesHappeningsBreaking News
প্রভু যিশুর অবতার চিনে জন্মেছেন! মহিলা হয়ে! উত্তর-পূর্ব ভারতে প্রতিক্রিয়া
২৪ অগস্ট: প্রভু যিশু খ্রিস্ট ফিরে এসেছেন! তাও আবার চিনে! মহিলা হয়ে! যিশুর চিনা মহিলা অবতারকে নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়েও।
নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিল একে অপপ্রচার বলেই মনে করছে৷ তারা এ থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু চিনা যিশুর প্রচারের জন্য ইন্টারনেটে প্রচার অভিযান চলছে। প্রচার করছে ‘চার্চ অফ অলমাইটি গড ফ্রম চায়না’ নামে এক প্রতিষ্ঠান। নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিলের অভিযোগ, বহু ফেসবুক পেজ, কমিউনিটি তৈরি করে তারা খ্রিস্টানদের ভুল বোঝাচ্ছে। অনলাইনে ধর্মালোচনা, ভিডিও প্রচার, বাণী প্রচার চলছে। ফেসবুকে লক্ষাধিক অনুগামীও তৈরি হয়েছে মহিলা যিশুর। তাদের দাবি, প্রভু যিশু ফের জন্ম নিয়েছেন। এইবার তাঁর জন্ম হয়েছে চিনে। নারীর চেহারায়। তাঁর নাম ইয়াং ঝিয়াংবিন। তাঁকে ডাকা হচ্ছে ‘লাইটনিং ডেং’ বলে।
এমনকী তারা বাইবেলের ‘নিউ টেস্টামেন্ট’ও নতুন বাইবেলে বদলে ফেলেছে! নাম দিয়েছে, ‘দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফ্লেশ’। তাদের দাবি, জিহোভার নেতৃত্বে ‘এজ অফ ল’, প্রভু যিশুর নেতৃত্বে ‘এজ অফ গ্রেস’-এর পর্ব পার করে এখন ‘এজ অব কিংডম’ চলছে। যেখানে সর্বশক্তিমান ঈশ্বর এক নারীর দেহে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ক্ষিপ্ত এক যাজক বলেন, প্রথমে করোনার জীবাণু ছড়িয়ে বিশ্বে হাহাকার ছড়িয়ে শান্তি হয়নি চিনের, এখন খ্রিস্টধর্মের উপরে শুরু হয়েছে পরিকল্পিত হামলা!