Barak UpdatesHappeningsBreaking News
প্রবীণ সাংবাদিক তাজউদ্দিন বড়ভূঁইয়া প্রয়াত
ওয়ে টু বরাক, ৬ জুলাই : বরাকের বর্ষীয়ান সাংবাদিক তথা ‘এই তো স্বদেশ’ পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড়ভূঁইয়া প্রয়াত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে বারোটায় শিলচরের এক নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গিয়েছেন থ্রি এক ছেলে ও এক মেয়েকে। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে মাঝে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে কয়েকবার হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। অবশেষে শুক্রবার রাতে তিনি মারা যান।
তাজউদ্দিন বড়ভূঁইয়া শিলচর শহরের পার্শ্ববর্তী সোনাবাড়িঘাটের বাসিন্দা। দীর্ঘদিন থেকেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ফলে এ অঞ্চলের সাংবাদিকতার উত্তরণে তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের একজন বরিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন জনহিতৈষী কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া আরও কয়েকটি সংগঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে জানা যায়। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে গিয়েছেন। প্রয়াতের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুটো নাগাদ সোনাবাড়িঘাটে প্রয়াতের পৈত্রিক বাড়ির পাশে জানাজার নামাজের পর সমাধিস্থ করা হবে।