Barak UpdatesHappeningsBreaking News
প্রবল উৎসাহে আরিয়ান স্কুলে মেধা সন্ধানী পরীক্ষা
ওয়ে টু বরাক, ৩১ মার্চ : শিলচর শহরের খ্যাতনামা আরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলে রবিবার অনুষ্ঠিত হলো মেধা সন্ধানী পরীক্ষা “আরিয়ান ট্যালেন্ট হান্ট ২০২৪”। বিগত প্রায় এক মাস থেকে এই মেধা সন্ধানী পরীক্ষাকে কেন্দ্র করে স্কুল চত্বরে প্রস্তুতি চলতে থাকে। রবিবার অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সেই ইভেন্টের যবনিকা পড়ে। এ দিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও বহু সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে উপস্থিত হয় এবং সেইসঙ্গে অভিভাবকদের মধ্যেও এই মেধা সন্ধানী পরীক্ষা ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
এ দিন বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। কিন্তু সকাল থেকেই স্কুলের গেটের সামনে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হতে থাকেন। অভিভাবকদের এই উৎসাহ দেখে আরিয়ান কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মেধা সন্ধানী পরীক্ষা সম্পর্কে আরিয়ান কর্তৃপক্ষ বলেন, উৎসাহ থাকলে কোনও ধরনের বাধা-বিপত্তি জীবনকে দমিয়ে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ ছাত্র ছাত্রীদের পরীক্ষায় উপস্থিতির চিত্র। আরিয়ান কর্তৃপক্ষ জানান, আগামী ৬ এপ্রিল ২০২৪ এই মেধা সন্ধানী পরীক্ষার ফলাফল ঘোষিত হবে। এতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবে এবং সেইসঙ্গে প্রথম ১০ জন ছাত্রছাত্রীকে মধ্যে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় আরিয়ান স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হবে।