NE UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হিমন্ত, বন্যা নিয়ে কথা
গুয়াহাটি, ৩০ জুন ঃ নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেন। এর পাশাপাশি বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের গ্রহণ করা পদক্ষেপের বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে শুনেছেন মোদি। বন্যা মোকাবিলায় কেন্দ্র সরকার সবধরনের সহায়তা করবে বলে এ দিন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাহুল গান্ধীর মণিপুর ভ্রমণের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কোনও রাজনৈতিক নেতার নয়, বরং সেই দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের। রাহুল গান্ধীর মণিপুর ভ্রমণের ফলে এর কোনও পরিবর্তন হবে না। শুধু সংবাদ মাধ্যমে খবরই প্রকাশিত হবে। সেক্ষেত্রে একটি রাজ্যের দুর্দশার সময় রাজনৈতিক সুবিধা আদায় করা একদমই উচিত নয়।