Barak UpdatesHappeningsBreaking News

প্রথম বিশ্ব ধ্যান দিবস আসাম বিশ্ববিদ্যালয়ে, কর্মশালা নিরাময় যোগ শিক্ষা সংস্থানের
World Meditation Day was celebrated in AUS, Workshop by Niramaya

সুপ্ত প্রতিভা-শক্তি বিকশিত করে মেডিটেশন, মন্তব্য অধ্যাপক গঙ্গাভূষণের

ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : মানসিক শক্তি বিকাশ সহ আনন্দময় জীবন যাপনের বার্তা দিয়ে প্রথম “বিশ্ব ধ্যান দিবস” উদযাপন করল আসাম বিশ্ববিদ্যালয়। ২১ ডিসেম্বর, শনিবার বিপিন চন্দ্র পাল মিলনায়তনে হয় অনুষ্ঠান। আয়োজনের যৌথ উদ্যোগ নিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন ও শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। সহযোগিতায় ছিল এনএসএস, এনসিসি ও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড। মেডিটেশন সেশন অর্থাৎ মূল পর্ব পরিচালনায় ছিল ‘নিরাময়’। এটি নিরাময় যোগ শিক্ষা সংস্থানের কেন্দ্রীয় অনুষ্ঠানও ছিল।

বৈদিক মন্ত্রের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথি সহ আয়োজকরা। ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র প্রাক্তন ডিন সুদীপ্ত রায়, নিরাময়-এর চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, মুখ্য সংযোজক দিব্য গীতানন্দ রাহুল, ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের উত্তর-পূর্বের জোনাল কো-অর্ডিনেটর তথা নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, আইকেএস-এর ডিরেক্টর অধ্যাপক গঙ্গাভূষণ এম মলাংকাল, অধ্যাপক এম তিনেশ্বরী দেবী, সিআইকেএস-এর সঙ্গে জড়িত প্রোফেসরদের মধ্যে ড. জয়িতা দেব, ড.অজিতা তিওয়ারি ও মুনমুন চক্রবর্তী।

স্বাগত ভাষণে আয়োজনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন অধ্যাপক গঙ্গাভূষণ। যোগকে বিশ্বের দরবারে শীর্ষে পৌঁছে দিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও বিস্তারিত তুলে ধরেন। তাঁর কথায়, পাঁচ হাজার বছরেরও প্রাচীন ভারতীয় ‘যোগ’ পরম্পরাকে আজ সমগ্র বিশ্ব গ্রহণ করেছে। ২১ জুন তারিখকে যোগ দিবস হিসেবে ন’বছর আগে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন। এবার যোগ-এর সাত নম্বর অঙ্গ ‘ধ্যান’কেও আলাদা করে স্বীকৃতি দিল। ২১ ডিসেম্বর তারিখকে ‘বিশ্ব ধ্যান দিবস’ ঘোষণা করল ইউএন। এটা সঠিক অর্থেই ঐতিহাসিক। আর আসাম বিশ্ববিদ্যালয়ও প্রথম বিশ্ব ধ্যান দিবস উদযাপনের সাক্ষী থাকল। নিজের সুপ্ত প্রতিভা, শক্তিকে বিকশিত করতে গেলে ধ্যানের যে বিকল্প নেই, তাও উল্লেখ করেন গঙ্গাভূষণ। তাঁর কথায়, নিজেকে জানার, নতুনভাবে আবিষ্কার করার রাস্তাও খুলে দেয় এই মেডিটেশন অভ্যাস।

নিরাময়-এর চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য পড়ুয়াদের জন্য মেডিটেশন অনুশীলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পড়ুয়াদের একাগ্রতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস বিকাশে এই অভ্যাস জরুরি। আজকের আধুনিক যুগে চাপমুক্ত থাকতেও ধ্যান সহ যোগ প্রক্রিয়ার বিকল্প নেই, মন্তব্য ডাঃ অজিতের। অনুষ্ঠানে অনিবার্য কারণে অংশ নিতে না পারলেও শুভেচ্ছা বার্তা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাজীব মোহন পন্থ। তাঁর বক্তব্য, শারীরিক, মানসিক ও অধ্যাত্মিক বিকাশে যোগ শিক্ষা প্রোমোশনে আসাম বিদ্যালয় কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দ্বিতীয় পর্বে ছিল ধ্যানের সেশন। পরিচালনা করেন শতাক্ষী ভট্টাচার্য। বিভিন্ন কলেজ থেকে পড়ুয়ারা অংশ নেয় সেশনে। ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনসিসি, এনএসএস স্বেচ্ছাসেবক, ক্যাডেটরা। শিক্ষক-অশিক্ষক কর্মচারীদেরও উপস্থিতি দেখা যায়। সব মিলিয়ে ধ্যান অভ্যাস করেন প্রায় দুই শতাধিক। শতাক্ষী ভট্টাচার্য ধ্যানের উপকারিতা সম্পর্কেও বুঝিয়ে দেন প্রশিক্ষণার্থীদের। বলা যায়, এক আনন্দময় আবহে ধ্যান দিবসের তাৎপর্য অনুভব করেন প্রত্যেকেই। ওইদিনের উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন সোশ্যাল ওয়ার্ক বিভাগের রিসার্চ স্কলার রূপজ্যোতি বরগোহাই। যোগ-এর ওপর ডকুমেন্টারিও প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্মান জানানো হয় নিরাময় এর পদাধিকারী ও রিসোর্স পার্সনদের।

Way2barak, December 22 : The first-ever “World Meditation Day/ Vishwa Dhyan Divas” was celebrated at Assam University on December 21, Saturday, with the message of fostering mental strength and living a joyful life. The event was organized jointly by Assam University, the Indian Yoga Association, and the Silchar Niramaya Yoga Education Institute. The event was coordinated by Centre for Indian Knowledge Systems (CIKS), NSS, NCC, and the University’s Sports Board. The core session on meditation was conducted in Bipin Pal Auditorium by “Niramaya,” making it the central event for the institute.

The programme began with the ceremonial lighting of the lamp amidst Vedic chants, performed by guests and organizers. Notable attendees included Prof. Sudipta Roy, former Dean of the School of Science and Technology, Dr. Ajit Kumar Bhattacharjee, Chairman of Niramaya, Chief Convener Dibya Geetananda Rahul, Indian Yoga Association’s Northeast Zonal Coordinator and Director of Niramaya, Shatakshi Bhattacharjee, Director of Centre for IKS, Prof. Gangabhushan M Molankal, Prof. M.Tineshwari Devi, and professors affiliated with CIKS, including Dr. Jayeeta Deb, Dr. Ajita Tiwari, and Dr. Munmun Chakraborty.

In his welcome speech, Professor Gangabhushan conveyed the message of Hon’ble Vice Chancellor, Prof. Rajive Mohan Pant. Although unable to attend in person, the Vice-Chancellor sent a congratulatory message. He affirmed the university’s commitment to promoting yoga for physical, mental, and spiritual development and assured that this effort would continue in the future.

Prof. Gangabhushan explained the purpose and significance of the event. He elaborated on India’s pivotal role in bringing yoga to global prominence, stating that the 5,000-year-old Indian tradition of yoga has been embraced worldwide. He highlighted that nine years ago, the United Nations declared June 21 as International Yoga Day, and now December 21 has been officially recognized as “World Meditation Day.” He called this recognition as historic and emphasized that Assam University had the privilege of hosting the inaugural celebration of this day. He further explained that meditation is indispensable for unlocking dormant potential and energy and for self-discovery and personal growth.

Dr. Ajit Kumar Bhattacharjee, Chairman of Niramaya, underscored the importance of meditation for students. He pointed out that meditation is essential for enhancing concentration, boosting self-confidence, and alleviating stress in the modern world.

A documentary on yoga was also screened during the programme. On behalf of the university, the organizers and resource persons from Niramaya were felicitated for their contributions.
The second part of the event featured a meditation session led by Ms. Shatakshi Bhattacharjee. Students from various colleges participated in the session, along with NSS volunteers and NCC cadets. Several teaching and non-teaching staff members also attended. Approximately 200 people practiced meditation, experiencing its significance in an uplifting atmosphere. Shatakshi Bhattacharjee explained the benefits of meditation to the participants. Dr Ajit Kumar Bhattacharjee, Chairman, Niramay gave vote of thanks. The event was anchored by Ms. Rupjyoti Borgohain, a research scholar in the Department of Social Work. The programme ended with national anthem.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker