Barak UpdatesHappeningsCultureBreaking News
প্রতিযোগিতার জন্য গল্প-ছড়া চাইল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর : ত্রিশতম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশনকে সামনে রেখে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবারও গল্প প্রতিযোগিতার আয়োজন করেছে। বরাক উপত্যকায় বসবাসকারী অথবা জন্মসূত্রে বরাক উপত্যকার যে কোনও লেখক এই প্রতিযোগিতায় যোগদান করতে পারবেন। প্রতিযোগিতায় যোগ দিতে আগ্রহীরা ২৫০০ শব্দের মধ্যে নিজের লেখা অপ্রকাশিত গল্প বাংলা ভাষায় হাতে লিখে অথবা টাইপ করে বন্ধ খামে বঙ্গভবনে জমা দেবেন। পিডিএফ ফরমেটে ই-মেলও করা যাবে। সে ক্ষেত্রে dipaksengupta65@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন।
সাহিত্য উপসমিতির সভায় এবার ছড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাংলা ভাষায় নিজের লেখা অপ্রকাশিত ছড়া নিয়েই ছড়াকার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন । বরাক উপত্যকায় বসবাসকারী অথবা জন্মসূত্রে বরাক উপত্যকার যে কোনও ছড়াকার সরাসরি বরাকবঙ্গের অফিসে ছড়া জমা দিতে পারেন অথবা ই-মেল করতে পারেন। গল্প বা ছড়া আগামী ২০ ডিসেম্বর তারিখের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত৷