Barak UpdatesHappeningsBreaking News
প্রতিবেশীরা মর্যাদা পেলেই নিজের গৌরব, বলল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ৯ নভেম্বর: বাংলা ও অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় অসম জুড়ে যে ভাষাগৌরব সপ্তাহ পালিত হচ্ছে, এর সঙ্গে তাল মিলিয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনও শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করে। “প্রতিবেশী ভাষা ও সাহিত্য চর্চা” এই বিষয়ের ওপর আলোচনায় আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন বরাক হিন্দি সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক দুর্গেশ কুর্মি, অসম সাহিত্য সভার বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির সম্পাদক কুসুম কলিতা, ডিমাসা সাহিত্য সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশ্বজ্যোতি বর্মণ, মণিপুরি সাহিত্য পরিষদের অসম শাখার সাধারণ সম্পাদক কেএইচ ধীরেন সিংহ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য পরিষদ, অসমের সাধারণ সম্পাদক শিবেন্দ্র সিংহ। আয়োজক সংগঠনের পক্ষে নির্ধারিত আলোচক ছিলেন কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর।
মূল অনুষ্ঠানের আগেই অবশ্য আলোচনার সুরটি ধরিয়ে দেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। তিনি বলেন, আসাম একটি বহুভাষিক রাজ্য। এখানকার সব ভাষাগোষ্ঠীর মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করতে পারলেই ধ্রুপদী হওয়ার সার্থকতা মিলবে। বরাক উপত্যকায় বহুভাষিক সমন্বয় সমিতি পুনর্গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
একই সুরে সঞ্জীব দেব লস্কর বলেন, বরাক উপত্যকায় উনিশের আন্দোলন ছিল মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন। তাতে সমস্ত ভাষাগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছিলেন। তাই আজও ভাষার জন্য গৌরব করতে হলে বরাক বঙ্গ তা সকলের সঙ্গে ভাগ করে নিতে চায়। তাঁর কাছে আক্ষেপের কথা, আজকের প্রজন্ম শিক্ষিত, উচ্চ শিক্ষিত হচ্ছে, কিন্তু তাদের অধিকাংশই ভাষায় নিরক্ষর। নিজেদের মাতৃভাষার অক্ষর পর্যন্ত এরা চেনে না।
কুসুম কলিতা বাংলা ভাষার প্রতি তাঁর শ্রদ্ধার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তিনি জানান, অসমিয়ায় লেখার পাশাপাশি তিনি বাংলা ভাষায়ও সমানতালে লেখালেখি করছেন। দুর্গেশ কুর্মি এই অঞ্চলের হিন্দি সাহিত্যিকদের বাংলায় কবিতা লেখা ও অনুবাদের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বালার্ক প্রকাশনীর কর্ণধার অশোক বার্মাকে অগ্রণী বলে অভিহিত করেন।