NE UpdatesBarak UpdatesHappenings
প্রতিবাদী হয়েই ভাষাগৌরব অনুদান আদায় করছে বঙ্গসাহিত্য, প্রক্রিয়া শুরু
কমলাক্ষের চাপে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি: বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকেও ভাষাগৌরব প্রকল্পে অনুদান প্রদান করা হবে৷ শনিবার বিধানসভায় এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দুদিন ধরে লাগাতার খোঁচার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বরাক উপত্যকা বঙ্গসাহিত্যকেও অনুদান প্রদান করা হবে৷ সে জন্য অবশ্য প্রক্রিয়াগত কাজকর্ম শুরু হয়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশ পেয়ে উচ্চশিক্ষা দফতর অনুদান প্রদানের প্রস্তুতি শুরু করেছে বলে বিভাগীয় সূত্রে জানা গিয়েছে৷
ভাষাগৌরব অনুদান ঘোষণা হতেই বঙ্গসাহিত্য প্রতিবাদে সরব রয়েছে৷ বিভিন্ন স্তরে তাঁদের ক্ষোভের কথা প্রকাশ করেন৷ শুধু বঙ্গসাহিত্য নয়, আসামের বাঙালিরা একে বঞ্চনার শিকার বলেই মনে করেন৷ এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কৃষ্ণেন্দু রায় ও সদ্য প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা৷ তখনই মুখ্যমন্ত্রী বঙ্গসাহিত্যকে অনুদান প্রদানের আশ্বাস দেন৷ পরে বিধানসভায় এই ইস্যুতে চেপে ধরেন কমলাক্ষবাবু৷
অথচ যারা বিষয়টিকে মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে অনুদান আদায়ের ব্যাপারে নেতৃত্ব দিতে পারতেন, কৃতিত্ব আদায় করতে পারতেন, সেই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দিলীপ পালরা নীরব রইলেন৷ মুখ খুললেন না মিহিরকান্তি সোম, কিশোর নাথরাও৷