NE UpdatesHappeningsBreaking News
প্রতিবন্ধী যুবকের মস্কো থেকে গুয়াহাটি সাইকেল যাত্রার কথা শুনে মেঝেতে বসে পড়লেন হিমন্ত

ওয়েটুবরাক, ১৮ মার্চ: ভল্গা থেকে ব্রহ্মপুত্র। রাশিয়া থেকে ভারত। আরও স্পষ্ট বললে, মস্কো থেকে গুয়াহাটি। চার হাজার কিলোমিটার সাইকেল চালানোর পরিকল্পনা করেছেন বিশেষ ভাবে সক্ষম যুবক রাকেশ বণিক। এ ব্যাপারে কথা বলতে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা তাঁর কথা শুনতে চেয়ার ছেড়ে সামনে চলে আসেন। পরে বিশেষ ভাবে সক্ষম যুবকের দীর্ঘ সাইকেল যাত্রার পরিকল্পনা শুনতে শুনতে অফিসের মেঝেতে বসে পড়লেন। সে সময় সেখানে উপস্থিত সকলে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। রাকেশের যেন চোখের সামনের ঘটনা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মুখ্যমন্ত্রী তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। মেঝেতে বসেই শুভেচ্ছা বার্তা লিখে দেন তাঁকে।
পরে সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে হিমন্ত লিখেছেন, “আজ এমন এক পরিশ্রমী প্যারা অ্যাথলিটের সঙ্গে দেখা হল আমার, যিনি সাইকেল যাত্রার মাধ্যমে অসমের গৌরব বৃদ্ধি করতে চলেছেন। আমাদের যুবকদের মধ্যে এমন দৃঢ়তা ও সমর্পণ আগামী দিনে অসমকে বিকাশের পথে আরও এগিয়ে দেবে।”