India & World UpdatesHappeningsBreaking News
প্রণব মুখার্জি ভেন্টিলেশনেই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন
১১ আগস্টঃ সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার সকালে পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, আগামী ৯৬ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।
রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণববাবু। সোমবার সকাল থেকে বাঁ হাত নাড়তে পারছিলেন না। তাই আর্মি হসপিটাল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তখনই পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে, প্রণববাবু করোনায় সংক্রমিত। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয়। সে থেকে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর উপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।