Barak UpdatesHappenings
প্রজাতন্ত্র দিবসে রাজ্য সাংবাদিকতার পুরস্কার পাচ্ছেন অতীন দাশ
২১ জানুয়ারিঃ সাংবাদিকতার জন্য এই বছরের রাজ্য পুরস্কার পাচ্ছেন বরাক উপত্যকার বর্ষীয়ান সাংবাদিক অতীন দাশ। আগামী ২৬ জানুয়ারি গুয়াহাটিতে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হবে। পুরস্কার হিসেবে প্রদান করা হবে অভিজ্ঞানপত্র, স্মারক, অঙ্গবস্ত্র, শরাই, গামোছা এবং এক লক্ষ টাকা।
১৯৬২ সালে অতীনবাবুর সাংবাদিকতার শুরু। ১৯৬৬ সাল থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে বরাক সাপ্তাহিক পত্রিকা। ১৯৭০-এ সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকায় কার্যবাহী সম্পাদক পদে যোগ দেন। পরে এটি দৈনিক পত্রিকায় উন্নীত হলে তিনি দীর্ঘদিন সম্পাদকের দায়িত্ব পালন করেন। কিছুদিন ছিলেন গুয়াহাটি থেকে প্রকাশিত সংবাদ লহরী পত্রিকার মুখ্য সম্পাদক।
এই পরিক্রমার মধ্যবর্তী সময়ে তিনি বিভিন্ন পত্রিকায় এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে মালাবার হেরাল্ড. দৈনিক বসুমতী, আনন্দবাজার পত্রিকা, আসাম এক্সপ্রেস, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, নবভারত এবং সত্যযুগ। অতীনবাবু আলোক, অরুণোদয় এবং দৈনিক গতি পত্রিকাতেও সহযোগী সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম অতীন দাশ পঞ্চাশেরও বেশি গ্রন্থের প্রণেতা।