India & World UpdatesHappeningsBreaking News
প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন প্রয়াত
কলকাতা, ৩ জানুয়ারি : না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মঙ্গলবার কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই দুঃসংবাদ ফেসবুকে জানিয়েছেন তাঁর কন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। সোমবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে। মঙ্গলবার সকালেই মৃত্যু হয় তাঁর।
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছিল, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন সুমিত্রাদেবী। ডিসেম্বর মাসে ঠান্ডা লাগে তাঁর। অসম্ভব সর্দি-কাশি হয়। ফুসফুসে ধরা পরে ব্রঙ্কোনিউমোনিয়া। এই অসুস্থতা শিল্পীর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও প্রভাব ফেলে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল।