Barak UpdatesHappeningsBreaking News
প্রকৃত কৃষকরা প্রধানমন্ত্রী সম্মাননিধিতে নাম নথিভুক্ত করাতে পারেন
ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর : কাছাড় জেলার যে সব প্রকৃত কৃষক আগে কোনও কারণে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’ প্রকল্পের অধীনে তাদের নাম পঞ্জীকৃত করতে পারেননি এবং এর দরুন ওই প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা আগামী ২০ অক্টোবরের মধ্যে যে কোনও কর্ম দিবসে তাঁদের নাম নির্দিষ্ট প্ৰ-পত্র পূরণ করে সংশ্লিষ্ট তথ্যাদি সংযুক্ত করে জেলা কৃষি অধিকারিকের কার্যালয়ে জমা করতে পারবেন। আবেদনের প্ৰ – পত্র www.cachar.gov.in এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে ।