Barak UpdatesHappeningsBreaking News
প্রকাশিত হল রামানুজ বিদ্যামন্দিরের বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা ‘রোদ্দুর’-এর প্রথম মুদ্রিত সংস্করণ
ওয়ে টু বরাক, ১০ জুন ঃ প্রকাশিত হল শিলচর রামানুজ বিদ্যামন্দিরের বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা ‘রোদ্দুর’-এর প্রথম মুদ্রিত সংস্করণ। ২০১৮ সালে সাহিত্য পত্রিকা ‘রোদ্দুর’-এর যাত্রা শুরু হয় দেওয়াল পত্রিকার আদলে। এবারে প্রথম মুদ্রণ মাধ্যমে প্রকাশের আলো দেখল রামানুজ বিদ্যামন্দিরের বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা ‘রোদ্দুর’।
শুক্রবার ‘রোদ্দুর’-এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন রামানুজ বিদ্যামন্দিরের অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস। উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম বরিষ্ঠ শিক্ষিকা দেবশ্রী দাস, পারমিতা মজুমদার, দেবপ্রিয়া পালচৌধুরী, অমিত রায়, শুভজিত দাস, অভিজিৎ পাল, অভিষেক ভট্টাচার্য, রাজকুমার দাস, রত্নদীপ দেব প্রমুখ।
এ দিন স্কুল অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস বলেন, রামানুজ বিদ্যামন্দিরের বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা ‘রোদ্দুর’ মুদ্রণ মাধ্যমে প্রকাশের মধ্যে দিয়ে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ল। বাংলার বিষয় শিক্ষক রত্নদীপ দেবের নেতৃত্বে স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তা-চর্চার ফসল হচ্ছে ‘রোদ্দুর’-এর মুদ্রিত সংস্করণ প্রকাশ। যা সত্যিকার অর্থেই অভিনব। শুধু তা-ই নয়, ‘রোদ্দুর’-এর মুদ্রিত সংস্করণ প্রকাশের মধ্যে দিয়ে রামানুজ বিদ্যামন্দিরের ইতিহাসে সূচনা হল এক নয়া দিগন্তের। কারণ ‘রোদ্দুর’-ই রামানুজ বিদ্যামন্দিরের প্রথম কোনও মুদ্রিত পত্রিকা। অবিলম্বেই সার্বিকভাবে রামানুজ বিদ্যামন্দিরের নিউজ লেটার প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বলে এ দিন ঘোষণা করেন স্কুল অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস।
উল্লেখ্য, রামানুজ বিদ্যামন্দিরের বাংলা বিভাগের সাহিত্য পত্রটির যাত্রা শুরু হয় ২০১৮ সালে। প্রতিবছর দেওয়াল পত্রিকার আদলে প্রকাশ হয়ে আসছিল ‘রোদ্দুর’। মাঝখানে দু’বছর কোভিডকাল এবং বন্যার কারণে প্রকাশিত হয়নি ‘রোদ্দুর’। চলতি বছরে নবকলেবরে দেওয়াল পত্রিকাটি প্রকাশ পায় গত ১৮ মে। শুক্রবার পত্রিকাটির প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশের পাশাপাশি প্রকাশিত হয় দেওয়াল পত্রিকার জুন মাসের সংস্করণও। দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পাশাপাশি নবম, অষ্টম ও সপ্তম শ্রেণির পড়ুয়াদের কবিতা, গল্প, মুক্ত গদ্য সহ স্কেচ ও ড্রয়িঙে সাজিয়ে তোলা হয়েছে ‘রোদ্দুর’-এর প্রথম মুদ্রিত সংস্করণটি।