Barak UpdatesHappeningsCulture
প্রকাশিত হলো মঞ্জরি রায়ের গল্পগ্রন্থ ‘ঝিঁকা’
ওয়েটুবরাক, ৩১ অক্টোবরঃ প্রকাশিত হলো মঞ্জরি রায়ের গল্পগ্রন্থ ‘ঝিঁকা’। আজ রবিবার গল্পকারের মা হীরামণি রায় ও উধারবন্দ ডায়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে এর আবরণ উন্মোচন করেন।
কিশোর ভট্টাচার্য বলেন, কারও প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পরিবেশ ও সৎসঙ্গের খুব প্রয়োজন। মঞ্জরিকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি শোনান, বাড়িঘরে এমনই এক পরিবেশ পেয়েছিলেন ‘ঝিঁকা’র রচয়িতা। পরে নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সদস্য-কর্মকর্তাদের সান্নিধ্য পেয়ে পূর্ণ বিকাশের সুযোগ পেয়েছেন।
পরে সদ্যপ্রকাশিত ‘ঝিঁকা’র ওপর আলোচনায় অংশ নেন জীবনানন্দ গবেষক স্বপ্না ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক বেলা দাস, দেবাশিস ভট্টাচার্য ও দুর্বা দেব, সাংবাদিক উত্তমকুমার সাহা এবং বাংলা সাহিত্যের তরুণ গবেষক মৌপ্রিয়া চৌধুরী। প্রত্যেকে বলেন, ‘ঝিঁকা’র প্রতিটি গল্পের উপাদান এই সমাজ-সংসার থেকে সংগৃহীত। এদের এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে, পাঠকদের নতুন করে ভাবতে বাধ্য করে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপরাজ ভট্টাচার্য। গান গেয়ে শোনান কল্যাণী দাম। সবশেষে হয় সাহিত্য আড্ডা।