India & World UpdatesHappeningsSportsBreaking News
প্যারিস অলিম্পিক গামী দলের সঙ্গে আলাপচারিতা মোদির
ওয়েটুবরাক, ৫ জুলাই: প্যারিস অলিম্পিক শুরু হতে এক মাসেরও কম সময়। প্যারিস গামী দেশের অ্যাথলিট দলের সঙ্গে শুক্রবার আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজ চোপড়া, নিখাত জারিন এবং পিভি সিন্ধু ভার্চুয়ালি মোদির সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা জানিয়ে মোদি বলেছেন, ”প্যারিস অলিম্পিক গামী দলের সঙ্গে আলাপচারিতা হল। আমি আত্মবিশ্বাসী আমাদের অ্যাথলিটরা নিজেদের সেরাটা দেবে, ভারতকে গর্বিত করবে। তাঁদের সাফল্য ১৪০ কোটি ভারতবাসীকে প্রেরণা জোগাবে।”
এদিন শুটার, তিরন্দাজ, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিটদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে উৎসাহিত করেন। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। এ দিন নীরজ প্রধানমন্ত্রীকে বললেন, ”স্যর, আমার ট্রেনিং পরিকল্পনা অনুযায়ী চলছে। চোটআঘাতের জন্য কয়েকটা টুর্নামেন্টে নামতে পারিনি। তবে আমি এখন বেশ ভালো আছি।” মোদিকে দেশের সোনার ছেলে বললেন, প্রথমবার অলিম্পিকে ভয়ডরহীন হয়েই তিনি নেমেছিলেন। চার বছর বাদে বসে অলিম্পিকের আসর। নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য হওয়া উচিত সব অ্যাথলিটের। বিদেশি অ্যাথলিটদের ভয় পাওয়ার দরকারই নেই। নিজেদের ক্ষমতায় বিশ্বাস থাকলেই হবে। নীরজের আত্মবিশ্বাসে ভরপুর মন্তব্য শুনে দারুণ খুশি প্রধানমন্ত্রী। তিনি নীরজকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খুব ভালো টিপস দিয়েছো তুমি।”