India & World UpdatesHappeningsSportsBreaking News
প্যারা অলিম্পিকে আরেক সোনা, জ্যাভলিনে চ্যাম্পিয়ন সুমিত আন্তিল
ওয়েটুবরাক, ৩০ আগস্টঃ সুমিত আন্তিল প্যারা অলিম্পিকে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন। পুরুষদের এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার ছুঁড়ে শীর্ষস্থান দখল করেন সুমিত। স্বর্ণ দিয়েই দিনের শুরুটা করেছিলেন মহিলা শুটার অবনী লেখারা। সে জন্য সকাল থেকে গোটা দেশ জুড়ে বইছিল খুশির হাওয়া। একে দ্বিগুণ করে দিলেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত।
অলিম্পিকে এই জ্যাভলিন থ্রো থেকেই একমাত্র সোনা পেয়েছিল ভারত। এনে দিয়েছিলেন হরিয়ানার ছেলে নীরজ চোপড়া। আর প্যারা অলিম্পিকেও সেই হরিয়ানার যুবকের হাত ধরেই স্বর্ণপদকের দেখা মিলল। শুধু তাই নয় স্বর্ণপদকে সঙ্গে তিনি করলেন বিশ্বরেকর্ডও।
অলিম্পিকে এই জ্যাভলিন থ্রো থেকেই একমাত্র সোনা পেয়েছিল ভারত। এনে দিয়েছিলেন হরিয়ানার ছেলে নীরজ চোপড়া। আর প্যারা অলিম্পিকেও সেই হরিয়ানার যুবকের হাত ধরেই স্বর্ণপদকের দেখা মিলল। শুধু তাই নয় স্বর্ণপদকে সঙ্গে তিনি করলেন বিশ্বরেকর্ডও।
তাই তাঁকে বিশাল অঙ্কের অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে হরিয়ানা সরকার। সোনাজয়ী সুমিতকে ৬ কোটি এবং রুপো জয়ী যোগেশকে ৪ কোটি টাকা দেওয়া হচ্ছে। হরিয়ানার এই অ্যাথলিটরা গর্বিত করেছেন সবাইকে। তাই তাদের এই পুরস্কার প্রাপ্য বলেই মনে করছে হরিয়ানা সরকার।